ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

কেন বাংলা সিনেমার জন্য ওটিটি প্ল্যাটফর্ম দাঁড় করাননি?
অনন্য মামুন

সমালোচনা করার আগে একটু চিন্তা করে নিবেন কোন বিষয়ে সমালোচনা করছেন সবাই। আই থিয়েটার আ্যপ নিয়ে এতো সমালোচনা, পর্যালোচনা। আমি বলি, এতোই যখন আই থিয়েটার আ্যপ নিয়ে সবার আপত্তি তাহলে কেন বাংলা সিনেমার জন্য আপনারা কেউ ওটিটি প্ল্যাটফর্ম দাঁড় করাননি?

১৬ই ডিসেম্বর-২০২০ এ নবাব এলএলবির মতো বড় বাজেটের সিনেমা প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়। তারপর রিলিজ হয় মেকাপ, তারপর কসাই। ৬ মাসের মধ্যে ৩টি বড় সিনেমা একটি দেশীয় আ্যপে। সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে ভালো সিনেমার অভাবে। দর্শকরাও হতাশ হচ্ছে। বাংলা সিনেমার মান কমে যাওয়া ঠেকাতে যেখানে দুঃসাহস নিয়ে একা লড়ে যাচ্ছে সেখানে মনোবল ভাঙতে কয়েকজন সর্বদা প্রস্তুত সমালোচনা, কটু উক্তি নিয়ে।

কোথায়? কেউ তো পারলো না বাংলাদেশের জন্য একটি আলাদা প্ল্যাটফর্ম তৈরি করতে। সেখানে আই থিয়েটার করোনার মধ্যে গত ৬ মাসে কয়টা সংসার টেনে নিয়ে চলছে তা আপনাদের অজানাই থেকে গেলো।

যেই কাজ ভালো, সেই কাজ নিয়ে সমালোচনা করার আগে একটু চিন্তা করে নিবেন। কারণ আপনাদের সমালোচনার জন্যই অনেকে এইসব উদ্যোগ থেকে নিজেকে সরিয়ে রাখে।

 

(ফেসবুক থেকে সংগৃহীত)

 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর