ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

‌‘স্ত্রীকে বললাম, তুমি মাকে বাঁচাও, আমি সহকর্মীদের উদ্ধার করি’
মোহাম্মদ ফরিদ উদ্দীন

সন্ধ্যা থেকেই জনশৃঙ্খলা রক্ষা ও জনগণের জান -মাল নিরাপদ রাখতে কাজ করছিলাম। হঠাৎ বাসা থেকে আমার সহধর্মিনীর ফোন, জানালো মা হার্ট ফেইল করেছে। এ সময় সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে আমার কয়েকজন সহকর্মী জীবন মৃত্যুর সাথে লড়াই করছিলো। স্ত্রীকে বললাম, তুমি মাকে বাঁচাও, আমি সহকর্মীদের উদ্ধার করি।

এখন রাত দেড়টায় ফিরেছি আমি প্রত্যন্ত এলাকা থেকে। মা আমার তখনো আইসিইউতে। আমার স্ত্রী একাই সামলালেন।

অশেষ কৃতজ্ঞতা ডা. তারেক, ডা. শোয়েব, ডা. রাশেদুন্নবী, সাদেক ভাই এবং আমার প্রিয় সহকর্মীদের প্রতি। সকলের নিকট দোয়া চাই।

(ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক : এসপি, সিলেট



এই পাতার আরো খবর