ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

অবশেষে মিলল সেই সুখোই পাইলটের রক্তমাখা জুতা
অনলাইন ডেস্ক

চীন সীমান্তে গভীর অরণ্যে নিখোঁজ ভারতীয় যুদ্ধবিমান সুখোই সু-৩০ এর ধ্বংসাবশেষ পাওয়া গেলেও এখনো খোঁজ মেলেনি দুই পাইলটের। গত ২৩ মে রহস্যজনকভাবে দুই পাইলটসহ যুদ্ধবিমানটি নিখোঁজ হয়।  

দুই নিখোঁজ এয়ারফোর্স পাইলটের খোঁজে নামানো হয়েছে বিশেষ ফোর্স। বেশ কয়েকদিন ধরে খোঁজ চালানোর পর অবশেষে মিলল তাদের রক্তের দাগ আর জুতা। পাওয়া গিয়েছে তাদের পুড়ে যাওয়া প্যান কার্ড ও ওয়ালেট। মঙ্গলবার কলকাতা টুয়েন্টিফোরের বরাতে এ তথ্য জানা গেছে। 

গত ২৮ মে ওই যুদ্ধবিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়। অাসামের তেজপুরের বিমান ঘাঁটি থেকে  উড্ডয়নের দুই ঘণ্টা পর চীন সীমান্তে অরুণাচল প্রদেশের দৌলাস্যাং এলাকায় বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানে ছিলেন একজন স্কোয়াড্রন লিডার ও একজন ফ্লাইট লেফটেন্যান্ট। ঘটনাটির তদন্ত করছে পুলিশ।

বিডি প্রতিদিন/৩০ মে, ২০১৭/ফারজানা



এই পাতার আরো খবর