ঢাকা, শনিবার, ৪ মে, ২০২৪

আজকের পত্রিকা

মধ্য আফ্রিকার জন্য আরও ৯শ’ শান্তিরক্ষী চান জাতিসংঘ মহাসচিব
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

মধ্য আফ্রিকায় জাতিগত নিধনের বিষয়ে সতর্ক করে নিরাপত্তা পরিষদের কাছে শান্তিরক্ষা মিশনকে আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব এন্থনিও গুতেরেস। তিনি এ জন্যে আরও ৯শ’ শান্তিরক্ষী চেয়েছেন।

মঙ্গলবার নিরাপত্তা পরিষদে তুলে ধরা এক রিপোর্টে গুতেরেস বলেন, ইতোমধ্যে মধ্য আফ্রিকার জাতিগত সহিংসতা প্রতিরোধে মিনুসকা মিশনে ১২ হাজার শান্তিরক্ষী কাজ করছে। কিন্তু পরিস্থিতি সামাল দিতে তারা হিমশিম খাচ্ছে। ফলে আরও সৈন্য প্রয়োজন।

তিনি বলেন, ২০১৬ সালের পর পরিস্থিতির অবনতি হয়েছে। দেশটিতে সহিংসতা ও সাম্প্রদায়িক দাঙ্গা বেড়েছে।

উল্লেখ্য, মহাসচিব চলতি মাসের শেষ দিকে মধ্য আফ্রিকা যাবেন। 

বিডি প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৭/এনায়েত করিম



এই পাতার আরো খবর