ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

স্বল্প সময়ে আফরিন অভিযান শেষ হবে: এরদোগান
অনলাইন ডেস্ক

সিরিয়ায় কুর্দি গেরিলা নিয়ন্ত্রিত আফরিন এলাকায় চলমান সেনা অভিযান খুব স্বল্প সময়ের মধ্যেই শেষ করা হবে বলে ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান।

রবিবার দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বুরসা শহরে হাজার হাজার মানুষের সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

সিরিয়ার কুর্দিপন্থী বিভিন্ন রাজনৈতিক দল ও গেরিলা গোষ্ঠী পিকেকে'র প্রতি ইঙ্গিত করে এরদোগান বলেন, আফরিন অভিযান ইস্যুতে জনগণ তাদের ডাকে সাড়া দেয়নি। এসময় সংগঠনের নেতাদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, আপনাদের প্রতিটি পদক্ষেপই নিরাপত্তা বাহিনীর পর্যবেক্ষণে করছে।   

এর আগে রবিবার তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, তাদের সেনাবাহিনী কুর্দি নিয়ন্ত্রিত আফরিনে ঢুকে পড়েছে। আঙ্কারা সেখানে ৩০ কিলোমিটারের একটি নিরাপদ অঞ্চল গঠন করতে চায় বলে তিনি ঘোষণা করেছেন।  

তুরস্কের জঙ্গিবিমান, ট্যাঙ্ক বহর ও আর্টিলারি বিভাগ অভিযানে সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে। রুশ টিভি চ্যানেল আরটি জানিয়েছে, তুর্কি সেনারা আফরিনের অন্তত পাঁচ কিলোমিটার ভেতরে ঢুকতে সক্ষম হয়েছে।

কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি জানিয়েছে, তুর্কি অভিযানে এ পর্যন্ত নয় জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ওয়াইপিজির তিন সদস্যও রয়েছে।

বিডি প্রতিদিন/২১ জানুয়ারি ২০১৮/আরাফাত



এই পাতার আরো খবর