ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

নারী-পুরুষের সমতার কথা বললেন সৌদি প্রিন্স
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

সৌদি আরবে পুরুষ ও নারীদের মধ্যে বিভেদ প্রকট। সেই বিভেদ আস্তে আস্তে লাঘব করছেন সৌদির ক্রাউন প্রিন্স মোহম্মদ বিন সালমান। তিনি বিশ্বাস করেন, নারী ও পুরুষের মধ্যে কোনো বিভেদ নেই, তারা সমান। সোমবার আমেরিকা সফরে যাওয়ার আগে এক টিভি সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। 

সিবিএস নিউজকে ৬০ মিনিটের সাক্ষাৎকারে সৌদির ক্রাউন প্রিন্স জানান, 'আমার চোখে নারী ও পুরুষ সমান সমান।  আমরা সকলে মানুষ। আমাদের মধ্যে কোনো বিভাজন নেই।’ 

সৌদি আরবের মতো রক্ষণশীল দেশে আধুনিকতার স্বপ্ন দেখাচ্ছেন প্রিন্স ক্রাউন মোহম্মদ বিন সালমান। নারীদে পোশাকের উপর কিছু নিয়ম শিথিল করেছেন। কর্মক্ষেত্রে তাদের ক্ষমতায়ন বাড়িয়েছেন। তার আমলে সৌদিতে নারীরা গাড়ি চালানোর অধিকার পেয়েছেন। 

সরকার নারী ও পুরুষদের সমান বেতনের বিষয়টি খতিয়ে দেখছে বলেও সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন।

সাক্ষাৎকারে উঠে আসে রাজপরিবারের সদস্য থেকে শুরু করে সরকারের আমলা ও মন্ত্রীদের ধরপাকড়ের বিষয়টি। সালমান জানান, এই পদক্ষেপ নেওয়া খুব জরুরি ছিল। তবে জেলবন্দিদের উপর শারীরিক নির্যাতনের যে অভিযোগ উঠেছে তা অস্বীকার করেছেন তিনি। 

সোমবার মোহম্মদ বিন সালমান আমেরিকা সফরে যান। এই সফরে তার মার্কিন প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার কথা রয়েছে। 

বিডি প্রতিদিন/২০ মার্চ ২০১৮/এনায়েত করিম



এই পাতার আরো খবর