ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

সৌদি প্রিন্স বিন সালমানের নির্দেশেই খাশোগি হত্যা: সিআইএ
অনলাইন ডেস্ক

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশেই সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)।

সিআইএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, তুর্কি সরকারের পাঠানো রেকর্ডিং এবং অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে তারা এই সিদ্ধান্তে এসেছেন। খবর সিএনএন’র।

ওই কর্মকর্তারা আরও বলেন, এ রকম একটি অপারেশন বিন সালমানকে না জানিয়ে করা হয়নি, বরং তার ব্যক্তিগত নির্দেশেই খাশোগিকে হত্যা করা হয়।

সিআইএ’র এমন দাবির পর আবারও বিন সালমানের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি সরকারের কঠোর সমালোচক জামাল খাশোগি বিয়ের জন্য কাগজপত্র সংগ্রহ করতে ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনস্যুলেটে যান । এরপর থেকে নিখোঁজ হন তিনি। নানা টালবাহানার পর তাকে হত্যার কথা স্বীকার করে সৌদি কর্তৃপক্ষ। বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর