ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

পৃথিবীর বুক চিড়ে দাউ দাউ করে বের হচ্ছে আগুন (ভিডিও)
অনলাইন ডেস্ক

নতুন করে জেগে উঠেছে পেরুর সাবাঙ্কায়া আগ্নেয়গিরি! আর তার জ্বালামুখ দিয়ে অবিরাম গলগলিয়ে বের হচ্ছে উত্তপ্ত ছাই ও ধোঁয়া। যত সময় গড়াচ্ছে তত ভয়ঙ্কর হয়ে উঠছে এই আগুন।

যদিও প্রায়ই জেগে ওঠে এই আগ্নেয়গিরি। ডিসেম্বরের শুরুতেও হঠাৎই বিকট শব্দে ঘুম ভাঙে এর। অনর্গল ভূগর্ভস্থ লাভা ও ধোঁয়া বের করতে থাকে এটি। তবে এবার এটি জেগে ওঠার পর বেশ সতর্ক রয়েছেন বিজ্ঞানীরা। কড়া নজরদারিতে রয়েছে সাবাঙ্কায়া আগ্নেয়গিরি।

অত্যাধুনিক ড্রোন দিয়ে ওপর থেকে ভিডিও করা হচ্ছে। ভয়াবহ এই আগ্নেয়গিরি নিয়ে বিশ্লেষণ চালাচ্ছেন ভূতত্ত্বাবিদরা।

পেরুর একটি স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছে, আগ্নেয়গিরিটিকে যে ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে, তার সেন্সরে ধরা পড়বে অনেক কিছুই। সাবাঙ্কায়ার পেটে কী কী রয়েছে, যা উদগীরণ হতে পারে সে বিষয়ে তথ্য দেবে এই ড্রোন।

শুধু তাই নয়, কোন কোন গ্যাস বা কোন কণার সমাহারে এই আগ্নেয়গিরি সে কথাও জানিয়ে দেবে এই ড্রোনের সেন্সর।

চলুন দেখে নিই সেই ড্রোন ক্যামেরায় পেরুর ভয়ঙ্কর সেই জীবন্ত আগ্নেয়গিরির জ্বালামুখ:- 

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর