ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

ওবামা-ক্লিনটনের উপদেষ্টার আত্মহত্যা
অনলাইন ডেস্ক
বারাক ওবামা (ডানে) ও অ্যালান ক্রুগার

আত্মহত্যা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও বিল ক্লিনটনের উপদেষ্টা অ্যালান ক্রুগার। তিনি যুক্তরাষ্ট্রের সাবেক এই দুই প্রেসিডেন্টেরই অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন।

এছাড়াও প্রিন্সটন বিশ্বদ্যিালয়ের অর্থনীতির প্রখ্যাত অধ্যাপক ছিলেন অ্যালান ক্রুগার। 

জানা গেছে, মৃত্যুকালে ক্রুগারের বয়স ছিল ৫৮ বছর। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

এদিকে ক্রুগারের মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও এ বিষয়ে কিছু বলা হয়নি। 

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ক্লিনটনের আমলে  শ্রম মন্ত্রণালয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা হিসেবে কাজ করেন ক্রুগার। আর ওবামা প্রশাসনে হোয়াইট হাউজের অর্থনৈতিক পরিষদের প্রধান ছিলেন তিনি। 

ক্রুগার ১৯৮৭ সাল থেকে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির শিক্ষক হিসেবে অধ্যাপনা করে আসছেন। 

সূত্র: এনডিটিভি

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর