ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

নতুন আতঙ্ক বার্ড ফ্লু; ভারতে কিশোরের মৃত্যু
অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের হানায় বিপর্যস্ত ভারত। এরইমধ্যে বার্ড ফ্লু'তে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হলো। দেশটিতে মানবদেহে বার্ড ফ্লু সংক্রমণ ও প্রাণহানির ঘটনা আগে কখনোই হয়নি।

হরিয়ানা রাজ্যের ১১ বছর বয়সী এই কিশোর দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হয়েছিল। মঙ্গলবার দেহের বেশকিছু অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে বালকটি মারা যায় বলে এক বিবৃতিতে জানিয়েছে সরকার।

এক প্রতিবেদনে এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে প্রকাশ, বিবৃতিতে বলা হয়, কিশোরটিকে চিকিৎসা করা স্বাস্থ্যকর্মীদেরসহ তার পরিবারেরও সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে। রোগীর সংস্পর্শে আর কারা কারা এসেছে তাদেরও খোঁজ শুরু করেছে কর্তৃপক্ষ।

হরিয়ানায় এখন পর্যন্ত আর কারও মধ্যে বার্ড ফ্লু সংক্রমণ পাওয়া না গেলেও নজরদারি বাড়ানো হয়েছে। 

উল্লেখ্য, ভারতের মুরগির খামারগুলোতে গত দু’দশকে অনেকক্ষেত্রেই বার্ড ফ্লুয়ের প্রাদুর্ভাব দেখা গেছে। তবে তার সবই নিয়ন্ত্রণে আনা হয়েছে। মানুষের দেহে বার্ড ফ্লু সংক্রমণের খবর দেশটিতে এর আগে পাওয়া যায়নি।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর