ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

লাতিন আমেরিকার আকাশেও চীনা গোয়েন্দা বেলুন: পেন্টাগন
অনলাইন ডেস্ক

এবার লাতিন আমেরিকার আকাশে আরেকটি চীনা নজরদারি বেলুন উড়তে দেখার দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

যুক্তরাষ্ট্রের মনটানা অঙ্গরাজ্যে একটি গোয়েন্দা বেলুন দেখে মার্কিন সামরিক বাহিনী। সেটিকে চীনা বেলুন বলেই দাবি করে ওয়াশিংটন। তবে প্রথমে বেইজিং বিষয়টি স্বীকার না করলেও পরে জানায় বেলুনটি তাদেরই এবং এটি গোয়েন্দা বা নজরদারির কাজে ব্যবহৃত নয়। এটা আবহাওয়া পর্যবেক্ষণের কাজে ব্যবহৃত হচ্ছিল। ভুল করে এটি মার্কিন আকাশ সীমায় ঢুকে পড়ে।

এবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, যুক্তরাষ্ট্র ছাড়াও লাতিন আমেরিকার আকাশেও উড়ছে সন্দেহজনক চীনা গোয়েন্দা বেলুন।

পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার সাংবাদিকদের বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের মতো লাতিন আমেরিকার আকাশেও সন্দেহজনক বেলুন উড়ছে বলে আমরা খবর পেয়েছি। আমরা ধারণা করছি, এটি আরেকটি চীনা গোয়েন্দা বেলুন।’

সূত্র: গার্ডিয়ান

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর