ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

৭০ বছর পর ভারতে চিতা শাবকের জন্ম!
অনলাইন ডেস্ক

৭০ বছরের বেশি সময় পর ভারতে জন্মাল চারটি চিতা শাবক। ১৯৫২ সালে আনুষ্ঠানিকভাবে দেশটিতে চিতাকে পুরোপুরি বিলুপ্ত প্রাণী হিসেবে ঘোষণা করা হয়েছিল। 

সম্প্রতি পরিবেশে চিতা বাঘ ফিরিয়ে আনার চেষ্টা করছে ভারত সরকার। সেই উদ্যোগ হিসেবে গত বছর নামিবিয়া থেকে আনা হয়েছিল আটটি চিতা। ফের গত মাসে দক্ষিণ আফ্রিকা থেকে আরো ১২টি চিতা এসেছে ভারতে। 

কুনো ন্যাশনাল পার্কের বন্যপ্রাণী অভয়ারণ্যে গত সেপ্টেম্বরে নামিবিয়া থেকে আনা এক নারী চিতার ঘরে চারটি শাবক জন্ম নিয়েছে। টুইটারে খবরটি দিয়েছেন ভারতের পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব। 

শাবকগুলো পাঁচ দিন আগে জন্মালেও গতকাল বুধবার খবরটি প্রকাশ্যে আনা হয়। পার্কের এক কর্মকর্তা জানিয়েছেন, মা ও  শাবকগুলো সুস্থ আছে। নামিবিয়া থেকে আনা ৮টি চিতার মধ্য ১টি মারা গেছে দুদিন আগে। জানানো হয়, কিডনি জটিলতার কারণে ওই চিতাটি মারা যায়।

 

সূত্র: বিবিসি

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর