ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

প্রতিকী শয়তানকে লক্ষ্য করে পাথর ছুড়ছেন হাজি'রা
অনলাইন ডেস্ক

সৌদি আরবে মিনার জামারত এলাকায় প্রতিকী শয়তানকে লক্ষ্য করে বুধবার পাথর ছোড়া শুরু করেছেন হজ পালনকারীরা। শয়তানকে তাকবিরসহ পাথর নিক্ষেপ করা হজের অপরিহার্য অংশ।  শয়তানের প্রতি ঘৃণার বহিঃপ্রকাশ হিসেবে এই পাথর নিক্ষেপ করা হয়। এ বছরে সৌদি আরবে হজ করছেন ২.৩ মিলিয়ন মানুষ।

মিনায় জামারত এলাকায় থাকা শয়তানের তিনটি প্রতিমূর্তিকে (প্রতীকী) সাতটি করে মোট ২১টি পাথর মারতে হয়। বৃহস্পতিবারও হজপালনকারীরা এ রীতি পালন করবেন।

মসজিদে খায়েফের দিক থেকে মক্কার দিকে আসার সময় প্রথমে জামারায় সগির বা ছোট শয়তান, তারপর জামারায় ওস্তা বা মেজো শয়তান, এরপর জামারায় আকাবা বা বড় শয়তাননে লক্ষ্য করে এসব পাথর ছুড়তে হয়।

এর আগে মঙ্গলবার সৌদি আরবে ঈদুল আজহা পালিত হয়। হজ পালনকারীরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এদিন পশু কোরবানি দেন। তারা চুল ফেলে দেন এবং সাদা কাপড় পরিধান করেন। সূত্র: সৌদি গেজেট

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর