ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

ফের দলবদল নিয়ে মুখ খুললেন বিজেপির দিলীপ ঘোষ
অনলাইন ডেস্ক
দিলীপ ঘোষ

বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ফের দলবদল নিয়ে মুখ খুলেছেন। বিধানসভা ভোটের আগে তৃণমূল ও অন্য দল থেকে অনেককেই দলে টেনেছিল বঙ্গ বিজেপি। তখন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, ভোটে জিততে হলে দল বড় করতেই হবে। কিন্তু সেই ‘বড়’ দলেই যখন ফের ভাঙন শুরু হয়েছে। তখন ছেড়ে যাওয়া বিজেপি নেতাদের শরীরের অতিরিক্ত মেদের সঙ্গে তুলনা করে বসলেন তিনি।

সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দিলীপ দিলীপ ঘোষ বলেন, ‘‘শরীরে হঠাৎ চর্বি বেড়ে গেলে হয়তো দেখতে ভালো লাগে, ভরা ভরা লাগে, কিন্তু সেই চর্বিটা ঝরে গেলেই শরীরের পক্ষে ভালো। এখন আমাদের চর্বি কম হচ্ছে আস্তে আস্তে। এরপর আমাদের আসল স্বাস্থ্যটা বোঝা যাবে।’’

দিলীপ ঘোষ আরও বলেন, ‘‘এখন বিশেষ একটা পরিস্থিতি চলছে। আমরা আমাদের কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছি। তারা কষ্টের মধ্যে আছেন। তাদের সামলানোর চেষ্টা করছি আমরা।’’ 

দিলীপ ঘোষ রবিবারই দল ছেড়ে গিয়েছেন যারা, তাদের কটাক্ষ করেছিলেন। বলেছিলেন, ‘‘দল ছাড়াটা এখন অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। বিজেপি সেই লোকেদের উপর নির্ভর করে, যারা রক্ত দিয়ে, ঘাম ঝরিয়ে দলকে দাঁড় করিয়েছেন। যারা শুধু ক্ষমতা ভোগ করতে চান, তারা বিজেপি-তে থাকতে পারবেন না।



এই পাতার আরো খবর