ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

একনেকে প্রায় সাড়ে নয় হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মঙ্গলবার ১০টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে নয় হাজার ৪৪৩ কোটি ৬৪ লাখ টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়। 

মঙ্গলবার দুপুরে শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 

অনুমোদিত প্রকল্পগুলো হল ‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্প; ব্যয়  ৮ হাজার ১০ কোটি টাকা, ৩৪৬ কোটি টাকায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শক্তিশালীকরণ; ২৭১ কোটি টাকায় যশোরে বিএএফ বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণ; ৯৮ কোটি টাকায় ঢাকা সিএমএইচে ক্যানসার সেন্টার নির্মাণ; ২৭১ কোটি টাকায় বিজিবি সদর দপ্তরে অফিসার ও অন্যান্য পদধারী ও কর্মচারীদের ভবন নির্মাণ; ১১৩ কোটি টাকার গোবিন্দগঞ্জ-ছাতক-দোয়ারা বাজার সড়কের ছাতকে সুরমা নদীর ওপর সেতুর অবশিষ্ট কাজ শেষ করা; ১২৫ কোটি টাকায় জামালপুরে পল্লী উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ; ৬০ কোটি টাকায় দেশের তিনটি উপকূলীয় জেলার চারটি স্থানে আনুষঙ্গিক সুবিধাদিসহ মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপন; ৫৫ কোটি টাকায় আড়িয়াল খাঁ নদীর ভাঙন হতে হাজী শরীয়তউল্লাহ সেতু সংলগ্ন ঢাকা-মাওয়া-ভাঙা-খুলনা জাতীয় মহাসড়ক রক্ষা এবং ৯৫ কোটি টাকায় রাজৈর-কোটালীপাড়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প।

 

বিডি প্রতিদিন/২৫ অক্টোবর, ২০১৬/ফারজানা



এই পাতার আরো খবর