ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

'শিশু ধর্ষণের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে'
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

অপরাধীদের স্বল্প সময়ে শাস্তি দিতে দিনাজপুরের পার্বতীপুরে ৫ বছরের শিশুসহ দেশের সব শিশু ধর্ষণের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, এ ব্যাপারে প্রসিকিউশনকে বিচার দ্রুত সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হবে।

বুধবার রাজধানীর বিচার প্রশিক্ষণ ইন্সটিটিউটে বিচারকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন। যুগ্ম জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচারকদের ১৩১তম এই রিফ্রেসার প্রশিক্ষণ কোর্স আগামী ০৩ নভেম্বর পর্যন্ত চলবে।

আইনমন্ত্রী বলেন, ‘শিশু ধর্ষণের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাবে এবং তার বিচারিক কাজ দ্রুত সময়ে হবে। আমি আশা করব ধর্ষণে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি হবে। যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ করতে কেউ সাহস না পায়।’

প্রসঙ্গত, পাবর্তীপুরে ধর্ষণের শিকার ৫ বছর বয়সী এক শিশুকে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

বিডি-প্রতিদিন/২৬ অক্টোবর, ২০১৬/মাহবুব

 



এই পাতার আরো খবর