ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

বিজিবি-বিজিপি'র বৈঠক, মাদক নির্মূলে কাজ করতে আগ্রহী
টেকনাফ প্রতিনিধি

বডার্র গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বডার্র গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে আঞ্চলিক কমান্ডার পর্যায়ে সীমান্ত বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার দুপুরে মিয়ানমারের মংডু টাউনশীপে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

মিয়ানমার থেকে ফিরে ১৩ সদস্যের প্রতিনিধি দলের প্রধান বিজিবির কক্সবাজার আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠান এক প্রেস ব্রিফিংয়ে জানান, মিয়ানমার ইয়াবা নির্মূলে একযোগে কাজ করতে আগ্রহী।  পাশাাপাশি সীমান্তে চোরাচালান রোধে যৌথটহল, সীমান্ত সুরক্ষা ও মাদক প্রতিরোধে ভূমিকা রাখবেন।  এছাড়া মিয়ানমার সীমান্তের কাছাকাছি অবস্থানকারী বাংলাদেশিরা ভয়-ভীতির মধ্যে জীবনযাপন করছে।  সেই ব্যাপারে দৃষ্টি রেখে সীমান্তের কাছে পুতে রাখা মাইন অপসারণ ও সীমান্তের যেকোনো সমস্যাকে যোগাযোগের মাধ্যমে সম্পাদন করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। 

এছাড়া বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের ৩৭ ইয়াবা কারখানা বিষয়ে ব্যবস্থা নিতে বলা হলেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে মিয়ানমারে অবস্থানকারী জেলেদের সাজা শেষ হওয়ার আগে বিজিবিকে অবহিত করতে বলা হয়েছে। 

বৈঠকে ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠান এর নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধিদল মিয়ানমারে যান।  অন্য কর্মকর্তারা হলেন, কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এসএম বায়েজিদ খান, বান্দরবান সেক্টর কমান্ডার কর্ণেল জহিরুল হক খান, নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটলিয়ন কমান্ডার লে. কর্নেল মো. আসাদুজ্জামান, রামু ৩০ ব্যাটলিয়ন কমান্ডার লে. কর্নেল মো. জাহিদুর রহমান, আলীকদম ৫৭ ব্যাটলিয়ন কমান্ডার খন্দকার মিজানুর রহমান, কক্সবাজার রিজিয়ন পরিচালক (অপারেশন) লে.কর্নেল মোহাম্মদ খালিদ আহমেদ, মেজর মো. তারেক মাহমুদ সরকার, মেজর মোহাম্মদ বিন সাহিরুল ইবনে রিয়াজ ও মেজর জিএম সিরাজুল ইসলাম, টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার।

অপরদিকে মিয়ানমারের পক্ষে নের্তৃত্ব দেন মংডু মিয়ানমার বডার্র গার্ড পুলিশের (বিজিপি) এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল  মাই ই টু নেতৃত্বে ১৮ সদস্যের প্রতিনিধি দল। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর