ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

বৃষ্টি বাড়লে কমবে ভ্যাপসা গরম
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি

আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, যতদিন পুরোদমে বৃষ্টি শুরু না হবে ততদিন দেশের আবহাওয়ায় ভ্যাপসা গরম অনুভূত হবে। তবে বর্ষা শুরু হলে অথবা বৃষ্টির পরিমাণ বাড়লে কমে যাবে গরমের তীব্রতা। জুনের ১৫ তারিখ থেকে বর্ষা মাস শুরু হবে।

বৃহস্পতিবার অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান এমনটাই জানিয়েছেন গণমাধ্যমকে। তিনি বলেন, আপাতত ভ্যাপসা গরম থাকবে। তবে এখন যে একটু বেশি ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে, সেটা বৃষ্টি শুরু হলে কেটে যাবে। 

হাফিজুর রহমান আরও বলেন, বর্তমানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প দেশের বাতাসে প্রবেশ করছে। যার ফলে তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকলেও গরম বেশি মনে হচ্ছে। বৃষ্টি হলে কমবে আবার বৃষ্টি না থাকলে বাড়বে ভ্যাপসা গরম।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর