ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

পর্তুগালে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের নিয়ে আলোচনা
রনি মোহাম্মদ, (লিসবন) পর্তুগাল

অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব ও পর্তুগাল বাংলা সাংবাদিক ফেডারেশনের আয়োজনে পর্তুগাল প্রবাসী বাংলাদেশি সংবাদ কর্মীদের নিয়ে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় মিনিটে লিসবনের বাঙালি অধ্যুষিত রুয়া দো বেনফরমসোর ফুড গার্ডেনের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।    পর্তুগালের অনলাইন পত্রিকা বাংলা পিটি সম্পাদক সৈয়দ মাহবুবের সভাপতিত্বে রনি মোহাম্মদ ও রাসেল আহম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের আহ্বায়ক ও বাংলা ভিশনের ইউরোপ প্রতিনিধি ফয়সাল আহমেদ দ্বীপ। উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব ব্যাবসায়ী মিজানুর রহমান, প্রবাসী সাংবাদিক, লেখক ও ব্লগার নজরুল ইসলাম সুমন, এবি সামাদ, জাহিদুল ইসলাম সোহাগ, তৌহিদুর ইসলাম এনি, সুমন আহমেদ, ফখরুল হাসান, মঈন উদ্দিন, মুমিনুল ইসলাম মুমিন ও আশরাফ প্রমুখ।

এ সময় বক্তারা প্রবাসে বাংলা সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশি কমিউনিটিসহ প্রবাসের মাঝে দেশের ঐতিহ্য কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি প্রবাসীদের সুবিধা অসুবিধা তুলে ধরার আহ্বান জানান। পরে এক নৈশভোজের মধ্য দিয়ে সভার পরিসমাপ্তি ঘটে।

বিডি-প্রতিদিন/০৫ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব



এই পাতার আরো খবর