ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

সিডনিতে 'একুশের বেলা শেষে' নাটক চিত্রায়িত
অস্ট্রেলিয়া প্রতিনিধি

সিডনির এসফিল্ড পার্কে আজ রবিবার আন্তর্জাতিক মাতৃভাষার স্মৃতিসৌধ ও বইমেলায় দিনব্যাপি 'একুশের বেলা শেষে' নাটকটি চিত্রায়িত হয়েছে। 

জন্মভুমি মাল্টিমিডিয়া প্রডাকশন প্রযোজিত এই নাটকটি রচনা চিত্রনাট্য ও পরিচালনা করেছেন লেখক ও সাংবাদিক নাইম আবদুল্লাহ। নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন ডঃ ফাইজুল আজিম চঞ্চল ও মেরিনা জাহান।

জন্মভুমি মাল্টিমিডিয়া প্রডাকশন ও জন্মভুমি টেলিভিশনের সিইও রাহেলা আরেফিন জানান, গতানুগতিক নাটক নির্মাণের গণ্ডি পেরিয়ে ব্যতিক্রম ধর্মী নাটক 'একুশের বেলা শেষে'। নাটকের প্রধান চরিত্র গুলির সাথে মাতৃভাষার স্মৃতিসৌধ ও বইমেলার গুরুত্বপূর্ণ কার্যক্রমও নাটকটিতে চিত্রায়িত করা হয়েছে। তাই সব মিলিয়ে আমরা জন্মভুমি টেলিভিশনের বিশ্বব্যাপী দর্শকদের ব্যতিক্রম ধর্মী কিছু উপহার দিতে পারবো। 

বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ



এই পাতার আরো খবর