ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

'বিরাট-‌অানুশকার ব্রেকআপের জন্য গণমাধ্যমই দায়ী'
অনলাইন ডেস্ক

ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার ব্রেকআপ নিয়ে আলোচনা-সমালোচনার যেন শেষ নেই। এবার সেটা নিয়ে কথা বললেন আজহারউদ্দিন। নিজের বায়োপিকের ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এই ব্রেকআপের জন্য প্রচারমাধ্যমকে দায়ী করে মন্তব্য করেছেন সাবেক এই ক্রিকেটার। 

বিরাট কোহলি রান নিতে না পারলে মিডিয়া কাঠগড়ায় দাঁড় করিয়েছে আনুশকাকে। আবার টোয়েন্টি ২০ বিশ্বকাপে কোহলির দুর্দান্ত পারফরম্যান্সের পর টিটকিরি দিয়ে বলা হচ্ছে, ‘‌থ্যাঙ্ক ইউ, বিরাটকে আমাদের ফেরত দিয়ে দেওয়ার জন্য’‌। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন মন্তব্য ফলাও করে ছাপিয়েছে প্রচারমাধ্যম। আর সব দেখেশুনে বিরক্ত আজহার। তিনি বলেন, ‘‌এই ব্রেকআপের বিষয়টি বিরাটের থেকে বেশি ভালো করে সামলানো উচিত ছিল প্রচারমাধ্যমের। কিন্তু তা ঘটেনি!‌ বিরাট তো দুর্দান্ত ক্রিকেট খেলছে। ও যখন ভাল খেলছে, তখন ওকে একা ছেড়ে দেওয়াই উচিত ছিল। কিন্তু সেটাও করা হয়নি!‌ এটা সত্যি, বিরাট আর আনুশকার সম্পর্কে চিড় ধরেছে। সম্পর্কটা আগের জায়গায় নেই। তবে সম্পর্কটা আগের জায়গায় না থাকার জন্য আমি তো বলব প্রচারমাধ্যমই দায়ী।’‌  

 

বিডি-প্রতিদিন/ ০৩ এপ্রিল,২০১৬/ রশিদা



এই পাতার আরো খবর