ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

ইতিহাসের ৪০তম হ্যাটট্রিক ফকনারের
অনলাইন ডেস্ক

ক্রিকেটের ওয়ানডে ইতিহাসে ৪০তম বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন অস্ট্রেলিয়ার পেসার জেমস ফকনার। কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে কুশল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও থিসারা পেরেরাকে আউট করে প্রথমবারের মতো এই কীর্তি গড়েন বাঁহাতি ফাস্ট বোলার।

এদিন আগে ব্যাট করা লঙ্কানদের বিপক্ষে ইনিংসের ৪৬তম ওভারের শেষ বলে ৫৪ রানে থাকা কুশল পেরেরাকে এলবিডব্লিউ করে তুলে নেন ফকনার। পরে ৪৮ ওভারের প্রথম দুই বলে অধিনায়ক ম্যাথিউসকে ব্যক্তিগত ৫৭ রানে হেনরিকেসের ক্যাচে পরিণত করে থিসারা পেরেরাকেও আউট করে হ্যাটট্রিক তুলে নেন।

স্বাগতিক শ্রীলঙ্কা ৪৮ ওভারে ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২৮৮ রান তোলে।

এদিকে ষষ্ঠ অস্ট্রেলিয়ান হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক পেলেন ফকনার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এর আগে অজিদের হয়ে হ্যাটট্রিক করেছিলেন ড্যানিয়েল ক্রিস্টিয়ান।

ফকনারের আগে আন্তর্জাতিক ওডিআইতে সর্বশেষ হ্যাটট্রিক করেছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিয়াসো রাবাদা। ২০১৫ সালের জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে এ কীর্তি গড়েছিলেন প্রোটিয়া তরুণ।

বিডি প্রতিদিন/  ২৪ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন

 



এই পাতার আরো খবর