ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

খেলা চলাকালীন মাঠেই মৃত্যু হলো গোলরক্ষকের
অনলাইন ডেস্ক

সতীর্থের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আঘাতপ্রাপ্ত হয়ে চইরুল হুদা (৪৮) নামের এক ইন্দোনেশিয়ার গোলরক্ষকের মৃত্যু হয়েছে। দেশটির শীর্ষ পর্যায়ের লীগে খেলার সময়ে এ ঘটনা ঘটে।

বিবিসি জানায়, খেলা চলাকালীন আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন চইরুল হুদা। দ্রুতই তাকে মাঠ থেকে হাসপাতালে নেয়া হয়। কিন্তু হাসপাতালে নেয়ার সাথে সাথেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

পরে তার ক্লাব পারসেলা এফসি তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানায়, গোলরক্ষক হুদা বুকে ও মুখে প্রচণ্ড আঘাত পেয়েছিলেন। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছিলেন কিন্তু তাতে শেষ রক্ষা করা যায়নি।

গোলরক্ষক আহত হওয়ার পর শেষ পর্যন্ত ম্যাচটি অবশ্য ২-০তে জিতেছে পারসেলা এফসি। এই ক্লাবের হয়ে প্রায় পাঁচশ'র মতো ম্যাচ খেলেছেন গোলরক্ষক চইরুল হুদা। নিজ শহরে থাকতে ভালোবাসতেন বলে ক্লাব পরিবর্তন করতেন না তিনি।

বিডি-প্রতিদিন/১৬ অক্টোবর, ২০১৭/মাহবুব



এই পাতার আরো খবর