ঢাকা, শনিবার, ৪ মে, ২০২৪

আজকের পত্রিকা

মুশফিককে সরিয়ে টেস্টের নেতৃত্বেও সাকিব
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

মুশফিকুর রহিমকে সরিয়ে বাংলাদেশ জাতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। এছাড়া সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে।

রবিবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, শনিবার বিসিবির হাতে শেষ রিপোর্ট জমা দেন টাইগারদের বিদায়ী কোচ চন্ডিকা হাথুরুসিংহ। আর পরদিনই বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় এই পরিবর্তন এলো।

গত মার্চে শ্রীলঙ্কা সফরেই টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব ছেড়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। এরপর ক্রিকেটের সংক্ষিপ্ততম ভার্সনের দায়িত্ব দেওয়া হয় সাকিবকে। এবার টেস্ট অধিনায়কের দায়িত্বও তুলে দেওয়া হলো বিশ্বসেরা এই অলরাউন্ডারের হাতে।

বিডি-প্রতিদিন/১০ ডিসেম্বর, ২০১৭/এনায়েত/মাহবুব



এই পাতার আরো খবর