ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

শীর্ষস্থান হারাতে পারেন কোহলি
অনলাইন ডেস্ক

আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে ব্যাটসম্যানদের এক নম্বর আসন হারানোর শঙ্কায় পড়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। আবুধাবি টেস্টের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় দু’নম্বরে উঠে এসেছেন কেন উইলিয়ামসন। এক নম্বরে থাকা কোহলির সঙ্গে উইলিয়ামসনের রেটিংয়ের পার্থক্য এখন কেবল ৭।

অ্যাডিলেড টেস্টের পর কোহলির রেটিং কমেছে ১৫। এক নম্বরে থাকা কোহলির রেটিং পয়েন্ট ৯২০। অন্যদিকে, উইলিয়ামসনের রেটিং ৯১৩। এর ফলে প্রথম কোনো কিউই ব্যাটসম্যান হিসেবে ৯০০ রেটিংয়ে পৌঁছেছেন উইলিয়ামসন।

চলতি বছরে কোহলি এবং উইলিয়ামসন দু’জনেই আরও ২টি টেস্ট খেলবেন। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট খেলবে কিউইরা। অন্যদিকে, অস্ট্রেলিয়া সফরে পার্থ ও মেলবোর্নে আছে ভারতের দুটি টেস্ট। 

স্বাভাবিকভাবেই নিজেদের মাটিতে টেস্টে ভালো করার সম্ভাবনা রয়েছে উইলিয়ামসনের। তাই শীর্ষ স্থান ধরে রাখতে হলে পার্থ ও মেলবোর্নে বড় রান করতেই হবে কোহলিকে। 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর