ঢাকা, বুধবার, ১ মে, ২০২৪

আজকের পত্রিকা

পরিস্থিতি স্বাভাবিক হলে নির্ধারিত দিনেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ!
অনলাইন ডেস্ক

করোনার প্রভাবে স্থগিত ইউরো কাপ, কোপা আমেরিকা, অলিম্পিকের মতো মেগা ইভেন্ট। বাতিল হয়েছে টেনিসের দু'টি গ্র্যান্ডস্ল্যাম- ফরাসি ওপেন এবং উইম্বলডন। ইউরোপে কবে শুরু হবে ফুটবল লিগ জানা নেই কারোর।

করোনাভাইরাসের প্রভাবে প্রশ্নের মুখে এই বছরের আইপিএলও। স্বাভাবিকভাবেই বর্তমান পরিস্থিতিতে অনিশ্চয়তা টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরেও। এতো কিছুর মধ্যেও অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে আশার বাণী শোনাল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি।

সব ঠিকঠাক থাকলে নির্ধারিত দিনেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৮ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। গোটা পরিস্থিতিতে নজর রাখছে বিশ্বকাপের লোকাল অর্গানাইজিং কমিটি। তবে পরিস্থিতি স্বাভাবিক না হলে কিংবা অবস্থার আরও অবনতি ঘটলে, চলতি বছর বিশ্বকাপ বাতিলের সম্ভাবনা থাকছে।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর