ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষে কে কত টাকা পাচ্ছে?
অনলাইন ডেস্ক

ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জিতেছে নিউজিল্যান্ড। সাদাম্পটনের এজিয়াস বোলে তারা ৮ উইকেটে হারিয়েছে বিরাট কোহলির দলকে। রিজার্ভ ডে, অর্থাৎ টেস্টের ষষ্ঠ দিনে জয় পেয়েছেন কেন উইলিয়ামসনরা।

ফাইনালে জেতার ফলে নিউজিল্যান্ড পেয়েছে। শুধু তাই নয়, পুরস্কারমূল্য হিসেবে তারা ১৬ লাখ ডলার জিতেছে। ফাইনালে জেতায় আইসিসি ক্রমতালিকায় শীর্ষস্থান আরও মজবুত করে নিল উইলিয়ামসনের দল।

তবে হেরে গেলেও পুরোপুরি খালি হাতে ফিরছেন না কোহলিরা। রানার্স-আপ হিসেবে তারা পাবেন ৮ লাখ ডলার। দলের প্রত্যেক সদস্যের মধ্যে যা সমানভাগে ভাগ করে দেওয়া হবে। ভারতীয় দল আইসিসি ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে।

শুধু ভারত বা নিউজিল্যান্ডই নয়, অংশগ্রহণকারী প্রত্যেকটি দলই পুরস্কার পাবে। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানাধিকারী দল পাবে যথাক্রমে ৩.৩৮ কোটি, ২.৬২ কোটি এবং ১.৫ কোটি টাকা। বাকি চারটি দলও পাবে পুরস্কার।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর