ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

আইপিএল : যে লক্ষ্য ফাঁস করে দিলেন স্টেইন
অনলাইন ডেস্ক
ডেল স্টেইন ও টিম হায়দরাবাদ

২০২১ আইপিএলের দ্বিতীয় পর্বেও ছবিটা পরিবর্তন হলো না। চলতি আইপিএলের প্রথম পর্বের ব্যর্থতা পিছু ছাড়লনা সানরাইজার্স হায়দ্রাবাদকে। আবারও হারের সম্মুখীন হলেন কেন উইলিয়ামসনরা। চলতি আইপিএলে লিগ তালিকার সবচেয়ে নিচে অবস্থান করছে হায়দরাবাদ। ৮ ম্যাচের শেষে তাদের পয়েন্ট মাত্র ২। চলতি আইপিএল-এ মাত্র একটি ম্যাচ জিতেছে ওয়ার্নাররা। প্লে অফে ওঠার সম্ভাবনা একেবারেই নেই। বিশেষজ্ঞরা বলতে শুরু করেছেন এমন অবস্থায় কোন লক্ষ্য নিয়ে ভবিষ্যতে মাঠে নামবে হায়দরাবাদের ক্রিকেটাররা? এই প্রশ্নের উত্তর দিতে এগিয়ে এলেন  সাবেক ফাস্ট বোলার ডেল স্টেইন।

ডেল স্টেইন ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে কথোপকথনের সময় নিজের প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, নিলামে যাওয়ার আগে হায়দ্রাবাদের খেলোয়াড়রা তাদের শক্তি ক্রিকেট বিশ্বকে দেখাতে চান। তিনি বলেন, সানরাইজার্স দল এই মুহূর্তে পয়েন্ট টেবিলে নিম্নক্রমে উপস্থিত থাকতে পারে, কিন্তু আগামী বছরের নিলামের দিকে তাকিয়ে, তাদের খেলোয়াড়রা আসন্ন ম্যাচগুলোতে অসাধারণ পারফর্ম করতে পারে।’ 

ডেল স্টেইন জানান, ‘দলের সব খেলোয়াড়ই পেশাদার এবং এ কারণেই তারা টুর্নামেন্টটি আরও ভালোভাবে শেষ করতে চাইবে। তারা আরও জানেন যে, আগামী বছর একটি বড় নিলাম হতে চলেছে এবং তাদের এই নিলামে এমনই অবস্থাতে যেতে চাইবেন না। সানরাইজার্স খেলোয়াড়রা দেখাতে চান যে, তারা শীর্ষ শ্রেণির খেলোয়াড় এবং সেই কারণে তারা কয়েকটি ম্যাচ জিততে চাইবে। তারা দলগুলোকে দেখাতে চাইবেন যে, তাদের অনেক প্রতিভা রয়েছে এবং তাদের নিলামে কেনা যায়।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর