ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

এবার অ্যাসাঞ্জ ও স্নোডেনকে নিয়ে জরিপ শুরু মাস্কের
অনলাইন ডেস্ক

ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফেরত দেওয়া উচিত কী না জানতে চেয়ে জরিপ চালু করেছিলেন ইলন মাস্ক। ফেরত দেওয়ার পক্ষে বেশি ভোট পড়ায় সাবেক মার্কিন প্রেসিডেন্টকে অ্যাকাউন্ট ফেরতও দিয়েছিলেন। এবার উইকিলিকসের সহ-প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ও এডওয়ার্ড স্নোডেনকে জরিপ চালু করেছেন মাস্ক।

যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা বিষয়ক তথ্য ফাঁস করে কারও কাছে ‘নায়ক’, কারও কাছে ‘খলনায়ক’ খেতাব পেয়েছেন অ্যাসাঞ্জ ও স্নোডেন। অনেকেই তাদের ‘বিশ্বাসঘাতক’ উপাধিও দিয়েছেন। স্নোডেন এরইমধ্যে রাশিয়ার পাসপোর্ট পেয়েছেন। অ্যাসাঞ্জকে লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে বিচারের মুখোমুখি করার প্রস্তুতি চলছে।

আজ রবিবার সকালে টুইটারের মালিক ইলন মাস্ক অ্যাসাঞ্জ ও স্নোডেনকে যুক্তরাষ্ট্র সরকারের ক্ষমা করে দেওয়া উচিত কি না এমন প্রশ্নে টুইটার ব্যবহারকারীদের মতামত চেয়েছেন। এই প্রশ্নে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দেওয়া যাবে।

I am not expressing an opinion, but did promise to conduct this poll.Should Assange and Snowden be pardoned?

— Elon Musk (@elonmusk) December 4, 2022


এই পাতার আরো খবর