ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফ্রান্সের মুখোমুখি হবে পোল্যান্ড
অনলাইন ডেস্ক

দুর্দান্তভাবেই খেলায় ফিরেছে মেসিরা। টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। শুধু তাই নয়, দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সকেও এড়াতে পেরেছে তারা। নকআউট পর্বের শুরুতেই আর্জেন্টিনা সহজ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

আজ ডি গ্রুপের ম্যাচে ডেনমার্ককে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর দ্বিতীয় রাউন্ডে উঠে যায় এশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করা অস্ট্রেলিয়া। সূচি অনুযায়ী ডি গ্রুপের রানারআপ খেলবে সি গ্রুপের চ্যাম্পিয়নের সঙ্গে। সে হিসেবে ‘ডি’ গ্রুপের রানারআপ অস্ট্রেলিয়া এবং ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে।

অপরদিকে শেষ ম্যাচে তিউনিসিয়ার কাছে হেরে গেলেও গোল ব্যবধানে এগিয়ে ছিল বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। এ কারণে ডি গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে দলটি। আর গোল ব্যবধানে এগিয়ে গিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা পোল্যান্ড ‘সি’ গ্রুপের রানারআপ হয়েছে। ফলে দ্বিতীয় রাউন্ডে পোল্যান্ড মুখোমুখি হবে  ফ্রান্সের।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 



এই পাতার আরো খবর