১১ নভেম্বর, ২০১৯ ১৯:১৭
বাংলাদেশ প্রতিদিন'র খবর

ঝিনাইদহে পার্ক ভেঙে মার্কেট নির্মাণে হাইকোর্টের রুল

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে পার্ক ভেঙে মার্কেট নির্মাণে হাইকোর্টের রুল

ঝিনাইদহ পৌরসভার একমাত্র পার্কটি ভেঙে মার্কেট বানানো হচ্ছে -বাংলাদেশ প্রতিদিন

ঝিনাইদহে পার্ক ভেঙে ১০তলা বহুতল মার্কেট নির্মাণের ঘটনায় হাইকোর্ট রুল ও অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছে। সোমবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জনাব খন্দকার দিলিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ এই নিষেধাজ্ঞা জারি করেন। 

গত ১০ সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় শেষ পাতায় “ঝিনাইদহে পার্ক ভেঙে নিমার্ণ হচ্ছে মার্কেট” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদের পরিপ্রক্ষিতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) কর্তৃক দায়েরকৃত জনস্বার্থমূলক মামলায় হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ এই আদেশ দেন। একইসাথে তাৎক্ষণিকভাবে এ নির্মাণ কাজ বন্ধ করে পাবলিক পার্কের (শিশু পার্ক) শ্রেণি অপরিবর্তিত রেখে 'পার্ক' হিসেবে পুনরূদ্ধার, সংরক্ষণ ও যথাযথ রক্ষণাবেক্ষণের আদেশ প্রদান করেন। 

মামলার অন্যান্য বিবাদীরা হলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার বিভাগ মহাপরিচালক, ঝিনাইদহ জেলা প্রশাসক, পুলিশ সুপার, ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক, ঝিনাইদহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ । 
বেলা‘র পক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাডভোকেট মিনহাজুল হক চৌধুরী ও এ্যাডভোকেট  সাঈদ আহমেদ কবীর। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর