ঢাকা, বুধবার, ১ মে, ২০২৪

আজকের পত্রিকা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে 'সাহিত্যে আধুনিকতা ও উত্তরাধুনিকতাবাদ' শীর্ষক সেমিনার
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘সাহিত্যে আধুনিকতা ও উত্তরাধুনিকতাবাদ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের আয়োজনে মঙ্গলবার কীর্তনখোলা অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক প্রফেসর ড. সৈয়দ মনজরুল ইসলাম। 

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন। ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ইয়াসিফ আহমদ ফয়সলের সঞ্চালনায় সেমিনারে ওই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে ‘সাহিত্যে অধুনিকতা ও উত্তরাধুনিকতাবাদ’ বিষয়ের নানা দিক তুলে ধরেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর