ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

বিআরটিএ’র অভিযানে ২০ পরিবহনকে ৬০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চট্টগ্রাম মহানগরে যানবাহনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে নানা ধরণের অসঙ্গতির কারণে ২০টি পরিবহনকে ৫৯ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।

সোমবার দুপুরে নগরের দামপাড়া মোড়ে বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম মনজুরুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত-১২ পরিচালিত হয়।  

বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম মনজুরুল হক বলেন, ‘অভিযানে যানবাহনে নানা অপরাধের কারণে ৫৯ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। অপরাধের মধ্যে আছে, ড্রাইভিং লাইসেন্স ছাগা গাড়ি চালানো, রেজিস্ট্রেশন বিহীন সিএনজি, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বাসের যাত্রী উঠানামা করানো, বাসের ছাদের উপর যাত্রী পরিবহন, গাড়িতে নিষিদ্ধ বাম্পার ও এঙ্গেল সংযোজন ইত্যাদি। এ ছাড়া একটি গাড়ির কাগজপত্র জব্দ করা হয়।’

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর