ঢাকা, সোমবার, ১৭ জুন, ২০২৪

আজকের পত্রিকা

জাপার ছাত্র সংগঠন জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটি ঘোষণা
অনলাইন ডেস্ক

মো. ইব্রাহিম খান জুয়েলকে সভাপতি ও মো. আল মামুনকে সাধারণ সম্পাদক করে জাতীয় পার্টির (জাপা) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রসমাজের ১৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

রবিবার জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ কমিটি আগামী ১০ দিনের মধ্যে দেশের সব জেলা/বিশ্ববিদ্যালয়/কলেজ’র ছাত্রছাত্রীদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

কমিটির বাকি সদস্যরা হলেন সহ-সভাপতি শাহ ইমরান রিপন, মারুফ ইসলাম তালুকদার, মো. আমিনুল হক, আরিফুল ইসলাম, এরশাদ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক নকিবুল হাসান (নিলয়), জাকারিয়া ইসলাম তনু, লক্ষ্মণ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রেজা,  যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাসউদী আল মামুন ও মো. আরিফ আলী।   

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর