ঢাকা, বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

আজকের পত্রিকা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি বিশ্ব: জাতিসংঘ
অনলাইন ডেস্ক

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর করোনাভাইরাস মহামারী বিশ্বের জন্য সবচেয়ে বড় পরীক্ষা।

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি আরও বলেন, মানবিক এই সঙ্কট মোকাবেলায় বিশ্বের সামনের সারির অর্থনীতির দেশগুলোকে সমন্বিত ও দৃঢ়ভাবে পদক্ষেপ নিতে হবে- হতদরিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষ ও দেশগুলোকে সর্বোচ্চ আর্থিক ও কৌশলগত সেবা প্রদান করতে হবে।

অ্যান্তোনিও গুতেরেস বলেন, এই মহামারীর বিস্তৃতি স্বাস্থ্য সঙ্কটের চেয়েও বেশি কিছু। এটি মানবিক সঙ্কট। করোনাভাইরাস সমাজকে ভেতর থেকে আক্রমণ করছে।

বৈশ্বিক জনসংখ্যার ওপর করোনা যে সামাজিক ও অর্থনৈতিক প্রভাব ফেলেছে সেটি কমিয়ে আনতে হলে বিশ্বকে অবশ্যই একসঙ্গে কাজ করতে হবে বলেও জানান গুতেরেস।  

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর