ঢাকা, সোমবার, ১৭ জুন, ২০২৪

আজকের পত্রিকা

করোনায় মারা গেলেন ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু
অনলাইন ডেস্ক
স্ট্যানলি চেরা (বামে) ও ডোনাল্ড ট্রাম্প।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু স্ট্যানলি চেরা (৭০)।

নিউইয়র্ক শহরের বিশিষ্ট আবাসন ব্যবসায়ী চেরা শনিবার মারা গেছেন বলে জানিয়েছে নিউইয়র্ক আবাসন শিল্প প্রতিষ্ঠান দ্য রিয়েল ডিল।

ট্রাম্প জানান, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চেরা গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন এবং কোমায় চলে যান।

নাম প্রকাশ না করার শর্তে রবিবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা চেরার পরিচয় এবং রাষ্ট্রপতির সঙ্গে তার সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, আমেরিকায় প্রাণঘাতী ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫ লাখ ৮৬ হাজার ৯ শতাধিক। আর মৃত্যু হয়েছে ২৩ হাজার ৬৪০ জনের।

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর