ঢাকা, সোমবার, ১৭ জুন, ২০২৪

আজকের পত্রিকা

নারায়ণগঞ্জে আরও ১১২ জন করোনায় আক্রান্ত
নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ১১২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং ১ জন মারা গেছেন। সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।

তিনি জানান, এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৪৫২ জনে। এর মধ্যে ২২৫ জন মারা গেছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩৫৬ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৯৮ জনের।

আক্রান্ত ১১২ জনের মধ্যে ৪৬ জন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এলাকায়, বন্দর উপজেলায় ১৮ জন, রূপগঞ্জে ১৬ জন, সদর উপজেলায় ১৪ জন, সোনারগাঁওয়ে ১৩ জন ও আড়াইহাজার উপজেলার ৫ জন শনাক্ত হয়েছেন।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর