ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

পুলিশের অবসরপ্রাপ্ত নায়েকের বিরুদ্ধে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ দুদক বরিশাল বিভাগীয় সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. আল-আমিন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় এই মামলা দায়ের করেন। 

বরিশাল দুদক সূত্র জানা যায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অবসরপ্রাপ্ত নায়েক মো. আলাউদ্দিন ঢালীর বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়ার পর উপ-সহকারী পরিচালক মো. আল-আমিন তদন্ত করে ওই অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে মামলা দায়ের করেন। 

অভিযোগের তদন্তে নেমে অনুসন্ধান কর্মকর্তা মো. আল-আমিন প্রমান পান মো. আলাউদ্দিন ঢালীর ৩৫ লাখ ১৮ হাজার ৯৬ টাকার অবৈধ স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে। ২০০৪ সালের দুদক আইনে ২৬(২)/২৭(১) ধারায় অভিযোগ এনে আলাউদ্দিন ঢালীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আলাউদ্দিন ঢালী বরিশালের মুলাদী উপজেলার তেরচর গ্রামের বাসিন্দা। ঢাকার রাজারবাগেও তার বাড়ি রয়েছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার 

 



এই পাতার আরো খবর