ঢাকা, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

বাধার কারণে ঈদের নামাজ পড়তে পারেনি ৩ পরিবার
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় সমাজপতিদের বাধার কারণে ঈদের নামাজ পড়তে পারেনি তিন পরিবারের লোকজন। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের অল্যার বাপের পাড়া জামে মসজিদ এলাকায় ঈদের দিন শনিবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় কপিল উদ্দিন নামের এক ভুক্তভোগী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে বাদী জানান, ঈদের দিন শনিবার পরিবারের সদস্যদের নিয়ে মসজিদে ঈদের নামাজ পড়তে গেলে বিবাদী এলাকার সর্দার ডা. মো. আমিনসহ ১০-১৫ জন লোক আমাদের নামাজ পড়তে বাধা প্রদান করেন। আমরা এর প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের মারধর করতে উদ্যত হয়।আমরা নামাজ না পড়ে চলে আসি। এরপরেও তারা আমাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি প্রদর্শন করছে। ওইদিন রাতে চারজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি তদন্ত করছেন থানার এসআই সুকান্ত চৌধুরী। 

এ ব্যাপারে জানতে চাইলে সমাজের সর্দার ডা. মো. আমিন বলেন, ঈদের আগের দিন তারাবির টাকা উঠানো নিয়ে কপিলের সাথে আমার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তারা দলবলে আমার উপর হামলা চালায়। পরে সর্দারের সিদ্ধান্ত মোতাবেক ওই তিন পরিবারের লোকজনকে শনিবার সকালে ঈদের নামাজ পড়তে না আসার জন্য বারণ করা হয়।

বিডি প্রতিদিন/এ মজুমদার



এই পাতার আরো খবর