ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ ঘর পুড়ে ছাই
দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি পাকা টিনসেটের ঘরসহ ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের ভিমলপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন লাগার কারণ কেউ বলতে পারেনি। তবে শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে বলে ফুলবাড়ী ফায়ার সার্ভিস দলের ফায়ারম্যান আশরাফুল আলম জানায়। 

স্থানীয় প্রতিবেশীরা জানায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে হঠাৎ পাকা টিনসেটের ঘরে আগুন ধরে। এসময় বাড়ীর লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নিভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে ঘরের ভিতরে থাকা সকল আসবাবপত্র,কাপড়, মালামাল ধান-চাল ও একটি মোটরসাইকেল পুড়ে যায়।

বাড়ীর মালিক মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ঘরের মধ্যে থাকা নগদ অর্থ ও অন্যান্য মালামালসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। 

আলাদিপুর ইউপি সদস্য মানিক মন্ডল বলেন, আগুন এত তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারে, তা তিনি পূর্বে কখনো দেখেননি।

বিডি প্রতিদিন/এ মজুমদার



এই পাতার আরো খবর