ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

স্কুল শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার না করার শপথ
দিনাজপুর প্রতিনিধি :

শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদেরকে স্কুল জীবনে স্মার্টফোন ব্যবহার না করার শপথ করলেন শিক্ষার্থীরা। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. নাজমুন নাহার তাদের এ শপথ করান। তিনি বাবা-মা ও শিক্ষকদের কথা মেনে চলা, গুরুজনদের সম্মান করা এবং পড়ার টেবিলকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার বিষয়েও শিক্ষার্থীদের শপথ করান। 

বুধবার বেলা ১১টায় দিনাজপুরের নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে চত্বরে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের এ শপথ করান। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ কুমার সাহার সভাপতিত্বে বিদায়ী ও বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তোফাজ্জল হোসেন, থানার অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগম প্রমুখ। 

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর