পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার শহীদ জিয়া পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে জেলা কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রুবেল ও সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ সুমনের স্বাক্ষরিত গলাচিপা উপজেলার ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির ঘোষণা করা হয়।
এতে মো. ইমরান হাসান পারভেজ সভাপতি ও মো. নিসাত মাহমুদকে সম্পাদক এবং সিনিয়র সহসভাপতি মো. শাহিন হাওলাদার, সহসভাপতি মো. শাহরিয়ার রহমান রানা, মো. মাকসুদ আলম, সিনিয়র সহসাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব, সহসাধারণ সম্পাদক মো. তৌকির রহমান সাকিব, মো. সাকিব ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল জিহাদ (তাইজুল), সদস্য মো. তামিম ইসলাম, মো. আমিন খান। ঘোষিত এ কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে উপজেলার সকল ইউনিয়ন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএ