গত চারদিন ধরে বন্ধ রয়েছে দক্ষিনাঞ্চলের সর্ববৃহৎ চিকিৎসা সেবা কেন্দ্র বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের তিনটি ক্লাব। গত বৃহস্পতিবার দুপুরে ক্লাব পরিচালনা নিয়ে শেরই বাংলা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের দুই গ্রুপের দ্বন্দ্বে ক্লাব তিনটি তালাবদ্ধ করা হয়।
এ ক্লাব হলো- সন্ধানী, মেডিসিন ও যুব রেড ক্রিসেন্ট।
শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজের এক পক্ষের শিক্ষার্থীরা হাসপাতালের পরিচালকের সাথে দেখা করে তিনটি ক্লাব পরিচালনায় কমিটির সংস্কারের দাবি করেন। এ সময় পরিচালক একেএম মশিউল মুনির মেডিকেল কলেজ অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের নিয়ে সমাধানের আশ্বাস দেন। পরে ওই শিক্ষার্থীরা সংস্কার না হওয়া পর্যন্ত ক্লাব তিনটির কার্যক্রম বন্ধ রাখতে তালা দেয়। দুপুর তিনটার দিকে অন্য পক্ষ এসে তালা ভেঙ্গে ফেলে। এ থেকে তালা দেয়া পক্ষের শিক্ষার্থী ও ভেঙ্গে ফেলা পক্ষের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। তখন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিষয়টি সমাধান না হওয়ার পর্যন্ত ক্লাব তিনটির করিডোর তালা দেয়। রবিবার বিষয়টি নিয়ে পরিচালক দুই পক্ষকে নিয়ে বৈঠক করে সমাধান করার কথা ছিলো। কিন্তু রবিবার সন্ধ্যা পর্যন্ত কোনো বৈঠক হয়নি।
এ বিষয়ে সন্ধানী ক্লাবের উপ-কমিটির সদস্য জিসান হোসেন আদদীন বলেন, বিকেল পর্যন্ত সময় এ নিয়ে কোন আলোচনা হয়নি। কেউ তাদের ডাকেওনি। তাই তিনি বিষয়টি সম্পর্কে কিছু জানেন না। তবে বিকেলে করিডোর তালাবদ্ধ অবস্থায় পেয়েছেন।
মেডিসিন ক্লাবের সদস্য সাজিদ আল ইভান একই কথা জানিয়ে বলেন, ক্লাব তিনটি বন্ধ থাকায় সাধারণ রোগীরা ভোগান্তির মধ্যে পড়েছে। ক্লাব তিনটি প্রতিদিন ১০০/২০০ রোগীর সেবা দিতো।
এ বিষয়ে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মো. মনিরুজ্জামান শাহীন সন্ধ্যায় বলেন, এ বিষয়ে কোন সিদ্বান্ত হয়নি। যতটুকু শুনেছি পরিচালক এ বিষয়ে কোন সিদ্বান্ত দেবেন না। বিষয়টি শিক্ষার্থীদের। তারা নিজেরা বসে সমাধান করবে। এখানে পরিচালকের কোন কিছু নেই।
বিডি প্রতিদিন/হিমেল