দেশজুড়ে অভিযান চালিয়ে ১ হাজার ৬০৭ জন অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে ৯৯৭ জন।
মঙ্গলবার (৮ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেশজুড়ে অভিযান চালিয়ে ১ হাজার ৬০৭ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মামলা-ওয়ারেন্টভুক্ত আসামি ৯৯৭ জন ও অন্যান্য অপরাধে গ্রেফতার আরও ৬১০ জন।
তিনি আরও জানান, অভিযানে দেশীয় রিভলভার, একনলা দেশীয় পিস্তল, চায়না পিস্তল, ম্যাগাজিন, দেশীয় তৈরি ওয়ান শুটার গান, গুলি, পুরাতন স্টিলের পিস্তল, চাপাতি, ছোরাসহ অপরাধমূলক কাজে ব্যবহৃত আরও অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ