ভারতের রাজস্থানের চুরু জেলার ভানুদা গ্রামে বিমানবাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান ভেঙে পড়েছে। এতে একজন পাইলট নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত নয়।
বুধবার সকালে রাজস্থানের সুরতগড় বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে বিমানটি। কিছুক্ষণ পরই এটি ভেঙে পড়ে। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা তদন্তাধীন।
জাগুয়ার একটি ব্রিটিশ-ফরাসি উৎপাদিত যুদ্ধবিমান। ভারত ১৯৭০-এর দশকে এই যুদ্ধবিমান সংগ্রহ করে। এই বিমানটি মূলত আক্রমণাত্মক অভিযানের কাজে ব্যবহৃত হয়ে থাকে। ভারতীয় বিমানবাহিনীর হাতে এখন প্রায় ১২০টি জাগুয়ার রয়েছে যা ছয়টি স্কোয়াড্রনে বিভক্ত হয়ে কাজ করছে।
চলতি বছর এটি তৃতীয় জাগুয়ার দুর্ঘটনা। এর আগে ৭ মার্চ হরিয়ানার পানচকুলায় এবং ২ এপ্রিল গুজরাটের জামোনগরে জাগুয়ার বিধ্বস্ত হয়।
এপ্রিলে গুজরাটের দুর্ঘটনায় একটি দুই আসনের জাগুয়ার ভেঙে পড়ে। পাইলট সিদ্ধার্থ যাদব তখন সহ-পাইলটকে নিরাপদে বের করে দিলেও নিজে বের হতে পারেননি। এতে তার মৃত্যু হয়।
এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে পুরনো মডেলের জাগুয়ার বিমানগুলোর কারিগরি সক্ষমতা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
বিমান বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। একই সঙ্গে দুর্ঘটনার সময়কার কারিগরি ত্রুটি শনাক্ত ও ভবিষ্যতের জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল