ফিফা ক্লাব বিশ্বকাপে আরও একটি দুর্দান্ত ম্যাচ অপেক্ষা করছে দর্শকদের জন্য। রিয়াল মাদ্রিদ বনাম পিএসজি। নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে আজ মুখোমুখি হবে পিএসজি-রিয়াল।
শনিবার গভীর রাতে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে জার্মান জায়ান্ট বায়ান মিউনিখ-কে ২-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে পিএসজি। এদিকে ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত খেলা উপহার দিয়েছে রিয়াল মাদ্রিদ ও বুরুসিয়া ডর্টমুন্ড। পাঁচ গোলের লড়াইয়ে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এ ম্যাচ দেখতে ইস্ট রাদারফোর্ডে এসেছিলেন প্রায় ৭৭ হাজার দর্শক। রিয়াল মাদ্রিদের খেলা দেখে মুদ্ধ হয়ে ঘরে ফিরেছেন তারা।
ফিফা ক্লাব বিশ্বকাপে ফাইনালের আগে আরও একটি দেখতে যাচ্ছেন ফুটবল সমর্থকরা। রিয়াল মাদ্রিদ ও পিএসজি গত বেশ কয়েক বছরে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে দারুণ লড়াই উপহার দিয়েছে ফুটবলপ্রেমীদের। এবার বিশ্বকাপের সেমিফাইনালে হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের শীর্ষ দুই দল। এই ম্যাচে থাকবে ফাইনালের আকর্ষণ। দুই দলের লড়াইয়ে জয়ী ক্লাবই হয়তো ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে! আজ লড়াইটা মূলত কিলিয়ান এমবাপ্পে এবং তার সাবেক ক্লাব পিএসজির মধ্যে।২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা দুই মৌসুম ফ্রেঞ্চ লিগ ওয়ানের ক্লাব মোনাকোতে খেলেছেন এমবাপ্পে। সে সময় মোনাকোর হয়ে লিগও জয় করেন। এরপরই এমবাপ্পের ওপর নজর পড়ে বড় ক্লাবগুলোর। পিএসজি বেশ মোটা অঙ্কে দলে ভেড়ায় তাকে। ২০১৭ সাল থেলে সাত মৌসুম পিএসজিতেই খেলেন এমবাপ্পে। এ সময় কত ঘটনা-দুর্ঘটনাই না ঘটেছে! রিয়াল মাদ্রিদে চলে এসেছেন এক বছরের বেশি হয়েছে। এখনো পিএসজিতে কাটানো তিক্ত সময় ভুলতে পারেন না এমবাপ্পে। কিছুদিন আগে সাবেক ক্লাবের বিপক্ষে আইনি লড়াইয়েও নেমেছিলেন। তবে তার ঘনিষ্ঠ একজনের দাবি, সব ভুলে সাবেক ক্লাবের সঙ্গে মিটমাট করতে চাইছেন এমবাপ্পে। মাঠের বাইরে মিটমাট হলেও মাঠে নিশ্চয়ই কোনো ছাড় দেবেন না তিনি! আজ পিএসজির বিপক্ষে রিয়ালের সমর্থকরা তাকিয়ে থাকবেন এমবাপ্পের দিকেই।
দুই দল অতীতে ১১ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৬ বারই জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ড্র হয়েছে দুবার। বাকি তিনবার জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। দুই দল শেষবার মুখোমুখি হয় ২০২২ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয়। দুই লেগের লড়াইয়ে ৩-২ ব্যবধানে জয় পায় রিয়াল মাদ্রিদ। সেবার চ্যাম্পিয়ন্স লিগও জয় করে স্প্যানিশ জায়ান্টরা। এবার রিয়াল-পিএসজি লড়াইয়ে কী অপেক্ষা করছে?