খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আজ বুধবার দুপুরে খাগড়াছড়ি জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে শেফালিকা ত্রিপুরা দশম অন্তবর্তীকালীন খাগড়াছড়ি পার্বত্য পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে তার দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় তিনি বলেন, ‘খাগড়াছড়ি জেলার উন্নয়নে জেলা পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। খাগড়াছড়ি জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন একটি জেলা হিসেবে গড়ে তুলতে আমি সকলের সহযোগিতা চাই।’ তিনি সকলকে একসাথে কাজ করে জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানান।
এ ছাড়া অনুষ্ঠানে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আল মাহফুজসহ জেলা পরিষদের সকল সদস্য, হস্তান্তরিত বিভাগীয় কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ