দুই বাংলায় সিনেমার প্রচার ও শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটছে অভিনেত্রী জয়া আহসানের। কখনো দেশের প্রেক্ষাগৃহে ঘুরছেন, কখনো কলকাতায়। একেবারে দম ফেলারও সুযোগ নেই যেন! কোরবানির ঈদে দেশে ‘তান্ডব’ ও ‘উৎসব’ এরপর পশ্চিমবঙ্গে ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং শেষ করেছেন। এদিকে ১৮ জুলাই মুক্তি পাবে তাঁর ‘ডিয়ার মা’। অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত সিনেমাটির মুক্তির আগেই এলো জয়ার আরও এক টালিউড সিনেমার মুক্তির ঘোষণা। আগামী ১ আগস্ট আলোর মুখ দেখছে ‘পুতুলনাচের ইতিকথা’। প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুলনাচের ইতিকথা উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন সুমন মুখোপাধ্যায়। পুতুলনাচের ইতিকথা উপন্যাসের ৯০ বছরপূর্তি উপলক্ষে শশী, কুসুম ও কুমুদের জীবন মুক্ত হচ্ছে বড় পর্দায়।
সুমন মুখোপাধ্যায় লিখেন, ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের এই কালজয়ী উপন্যাস প্রথম প্রকাশ পায় ধারাবাহিকভাবে ১৯৩৪ থেকে ১৯৩৫ সালে। এই উপন্যাস রচনার ৯০ বর্ষপূর্তিতে মুক্তি পাচ্ছে আমাদের সিনেমা।’ এতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আর শশী ও কুমুদের চরিত্রে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়কে।