‘এত সুন্দর নির্মাণ, দেখে তো অবাক হয়ে যাচ্ছি!’ চোখ ভেজা কণ্ঠে বলছিলেন বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। নিজেকে নিয়ে নির্মিত ডকুফিল্ম দেখে এমন অভিব্যক্তি একমাত্র তিনিই দিতে পারেন, যাঁর জীবন, সংগ্রাম, সাফল্য আর শিল্পীসত্তা মিলেই গড়ে উঠেছে বাংলা সংগীতের ইতিহাস। এমনি এক অনন্য ডকুফিল্ম, ‘জুঁই ফুল : সাবিনা ইয়াসমিন’। নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। গত ২৬ আগস্ট, চ্যানেল আই কার্যালয়ে এক বিশেষ প্রদর্শনীতে ডকুফিল্মটির সংক্ষিপ্ত সংস্করণ দেখানো হয়। এই প্রামাণ্যচিত্রে উঠে এসেছে ষাটের দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত সাবিনা ইয়াসমিনের দীর্ঘ সংগীতযাত্রার বিভিন্ন অধ্যায়। ডকুফিল্মটি দেখে মুগ্ধ সাবিনা ইয়াসমিন বলেন, ‘অনুভূতিটা বোঝাতে পারছি না। কীভাবে বলব, ভাষা খুঁজে পাচ্ছি না। শাইখ সিরাজ ভাই যেভাবে বিষয়গুলো গুছিয়ে তুলে ধরেছেন, আমি অভিভূত। এটা শুধু ডকুফিল্ম না, আমার জীবনেরই একটা শিল্পিত প্রতিচ্ছবি।’
এই ডকুফিল্ম নিয়ে শাইখ সিরাজ বলেন, ‘সাবিনা ইয়াসমিন শুধু একজন শিল্পী নন, তিনি আমাদের সংস্কৃতির জীবন্ত দলিল। তাঁর জীবন, তাঁর গান, তাঁর সংগ্রাম, সবকিছু পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। ‘জুঁই ফুল’ সেই দায়িত্ব থেকেই আমার নিবেদন।’ আসছে ৪ সেপ্টেম্বর, কিংবদন্তি এই শিল্পীর জন্মদিন উপলক্ষে নির্মিত এই বিশেষ ডকুফিল্মটি প্রচারিত হবে ৫ সেপ্টেম্বর, বিকাল ২টা ৪০ মিনিটে চ্যানেল আই-তে।