অনেক অনেক কৃতজ্ঞতা ক্যাপিটাল ড্রামার কাছে, যারা আমাকে এরকম একটি স্ক্রিপ্টে কাজ করার সুযোগ করে দিয়েছে। কৃতজ্ঞতা ভিকি জাহেদকে, যে এমন সুন্দর একটি স্ক্রিপ্ট আমাকে উপহার দিয়েছেন-তৌসিফ
অস্বস্তিকর, রহস্যময়, আবার খানিকটা ভয়ের-এমন পোস্টার প্রকাশের পর থেকেই আলোচনায় ছিল ভিকি জাহেদের নতুন নাটক ‘খোয়াবনামা’। কবরে থাকা একটি লাশ, চারপাশে ছড়িয়ে থাকা সাপ এই ভয় ধরানো চিত্রকল্প দর্শকদের মনে ফিরিয়ে আনে শৈশবের সেই ‘কবরের আজাব’-ধাঁচের আতঙ্ক। এরপর দ্বিতীয় পোস্টারে উঠে আসে অন্যরকম এক ছবি, সেখানে রোমান্টিক মেজাজে ধরা দেন নাটকের দুই কেন্দ্রীয় শিল্পী তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। এ দুই পোস্টারে নির্মাতা আভাস দিয়েছিলেন যে, ভালোবাসা আর ঘৃণা আসলে একই মুদ্রার দুই পিঠ। এরপরই তৌসিফ মাহবুব ‘খোয়াবনামা’র ভয়ংকর শুটিং অভিজ্ঞতা ভিডিও প্রকাশের মাধ্যমে শেয়ারও করেন, যা দর্শকদের মধ্যে তখন তোলপাড় সৃষ্টি করে। পরবর্তীতে প্রকাশ হয় হরর-মিস্ট্রি, সাইকোলজিক্যাল আর ভালোবাসাময় ভিন্ন ধাঁচের ট্রেইলার। সবকিছু মিলিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় তখন ব্যাপক আলোচনা। দর্শকের মনে বাড়ে নাটকটি দেখার প্রবল কৌতূহল। অবশেষে সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে গতকাল সন্ধ্যা ৭টায় ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে নাটক ‘খোয়াবনামা’। বসুন্ধরা হাউজিং নিবেদিত এ নাটকটি প্রসঙ্গে নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘খোয়াবনামা ক্যাপিটাল ড্রামার সঙ্গে আমার প্রথম কাজ। সেই হিসেবে এ প্রজেক্টটা বেশ স্পেশাল আমার জন্য। খোয়াবনামার গল্পটা আমার ব্যক্তিগতভাবে খুব প্রিয়। এক অদ্ভুত মায়া কাজ করে গল্পটার প্রতি আমার। তাই খোয়াবনামা আমার জন্য শুধু একটা প্রজেক্ট নয়, এটা একটা আবেগের নাম। এ প্রজেক্টের সঙ্গে তৌসিফ ভাই, তিশা আপুসহ আমাদের পুরো টিম আত্মিকভাবে জড়িত। যখন আমরা শুট করছিলাম তখনই মনে হচ্ছিল হয়তো দর্শকদের ভাবনাকে নাড়া দেওয়ার মতো কিছু একটা তৈরি হচ্ছে। আমি এতটুকু বলব, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা খোয়াবনামা দেখুন। খোয়াবনামা দেখে আপনাদের অনুভূতি আমাদের সঙ্গে শেয়ার করুন।’ নাটকটি নিয়ে তৌসিফ মাহবুব বলেন, ‘এ পর্যন্ত যে পরিমাণ ফিডব্যাক পেয়েছি, লাস্ট কবে এমন ফিডব্যাক পেয়েছি সেটা আমি মনে করতে পারছি না। হয়তো আমার জীবনের প্রথম নাটক ‘অলটাইম দৌড়ের উপর’ করার পর পেয়েছিলাম। কিন্তু খোয়াবনামা যেরকম ফিডব্যাক আমাকে এনে দিচ্ছে, আমার ডেডিকেশন নিয়ে যে পরিমাণ প্রশংসা করেছে মানুষ, এটা আমার জন্য নতুন করে কিছু পাওয়া। এই পাওয়া থেকে আমি নতুন করে, নতুনভাবে নিজেকে মানুষের মাঝে তুলে ধরতে পারব বলে বিশ্বাস করছি এবং অনেক অনেক কৃতজ্ঞতা ক্যাপিটাল ড্রামার কাছে, যারা আমাকে এরকম একটি স্ক্রিপ্টে কাজ করার সুযোগ করে দিয়েছে। কৃতজ্ঞতা ভিকি জাহেদকে, যে এমন সুন্দর একটি স্ক্রিপ্ট আমাকে উপহার দিয়েছেন, যেটিতে আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পেরেছি এবং ধন্যবাদ তানজিন তিশাকে, যে আমাকে প্রচুর হেল্প করেছেন প্রতিটি কাজে। আমি মনে করি, আমি এখন নতুন করে নিজেকে ভাবতে পারব এবং প্রতিটি কাজে নতুন নতুন চ্যালেঞ্জ নিতে পারব। যা আমাকে ও আমার দর্শকদের কাছে নতুন করে প্রেজেন্ট করবে।’ অন্যদিকে নাটকটি নিয়ে তানজিন তিশা জানান, ‘খোয়াবনামাতে আমার চরিত্রের নাম রুপা। গল্পটা প্রথমবার পড়ার পরেই আমার পছন্দ হয়েছিল। এখানে আপনারা ভিকি ভাইয়ার সিগনেচার টুইস্টের সঙ্গে পাবেন মায়াবী এক গল্প। রুপা চরিত্রের গ্রাফটা খুব আনপ্রেডিক্টেবল ছিল। তাই পারফরম্যান্সটাও চ্যালেঞ্জিং ছিল। আমি আশা করছি, খোয়াবনামা দর্শকদের খুব ভালো লাগবে।’ এ নাটকটিতে রয়েছে একটি গান। শিরোনাম ‘অপেক্ষা’। গানটির মিউজিক, টিউন ও রচনায় রয়েছেন মাহমুদ হায়াৎ অর্পণ। গেয়েছেন মেহেদী হাসান। গানটি ক্যাপিটাল মিউজিকে শিগগিরই প্রকাশ হবে বলে জানান খোয়াবনামার প্রযোজক ও হেড অব ক্যাপিটাল ড্রামা আনোয়ারুল আলম সজল।